নেশামুক্ত সমাজ চাই
নাঈম হোসেন
প্রতিদিন নিউজ পড়ে;
অনাকাঙ্ক্ষিত দেখি কতলোক মরে।
শিশু থেকে বৃদ্ধ কত নারী ধর্ষণ করে।
ক্ষতবিক্ষত লাশ ফেলে দেয় ঝোপঝড়ে।
খাল-বিল, রাস্তাঘাট কিংবা নদীর তীরে।
সবকিছু করছে শুধু নেশার ঘোরে।
মাদকের টাকার জন্য
কত হতভাগা সন্তান হয়ে হন্যে
মা-বাবাকে অত্যাচার করে।
টাকা না পেয়ে ঘরবাড়ি ভাংচুর করে।
চুরি, ডাকাতি ও লুটতরাজ করে।
কতজন আবার বাবা-মাকে জবাই করে।
ভাই, বোনকে ধর্ষণ করে।
নেশাগ্রস্ত মানুষ কি থেকে কি করে?
বলতে পারেনা কিছুই চেতনা ফিরে।
যা কিছু করে তারা নেশার ঘোরে।
তার জন্য পরে আফসোস করে।
কী লাভ হবে, পরে আফসোস করে?
যার জীবন বলি হয়েছে বাইরে কিংবা নীড়ে
তাকে কী আর পাবে কভু ফিরে?
তবে এমন ভুলটা কেন করি?
এসো সবে নেশামুক্ত সমাজ গঠন করি।
জীবনকে সবে ভালোবাসুন,
মাদক থেকে দূরে থাকুন।
মানবদেহে মাদক করছে নানা ক্ষতিকর প্রভাব।
সুস্থ জীবন গঠনে সেগুলো জানতে হবে সব।
মাদকমুক্ত সমাজ গঠন তবেই সম্ভব।
এসো স্লোগান ধরি সবাই
মাদকমুক্ত সমাজ চাই
মাদকের ক্ষতিকর দিক তাই
এসো জানি ও মানি সবাই!
এসো জানি জনে জনে!
কি ক্ষতি হয় মদ্য পানেঃ
গ্যাস্ট্রিক ও আলসার হয়।
লিভার সিরোসিস ও ক্যান্সার হয়।
ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণেঃ
পড়বে তুমি এইডস আক্রমণে।
আরও হেপাটাইটিস বি ও সি হয়।
সকল মাদক গ্রহণেঃ
স্বাস্থ্যের দ্রুত ক্ষতি হয়।
মাদকাসক্তির পরিণতি অকাল মৃত্যু ঘটায়।
আরও রাখবে জেনে,
ফেন্সিডিল ও হেরোইন সেবনেঃ
পুরষত্বহীনতা ও বন্ধ্যাত্ব দেখা দেয়।
তাছাড়া ফুসফুস ও হার্টে প্রদাহ হয়।
গাঁজা সেবনেঃ
ভালো-মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায়।
দৃষ্টিশক্তি কমে যায়।
স্মৃতিশক্তি লোভ পায়।
মতিভ্রম হয়।
ইয়াবা সেবনেঃ
স্মরণশক্তি কমে যায়।
মনোযোগ ক্ষমতা নষ্ট হয়।
আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়।
যৌনশক্তি নষ্ট হয়।
বন্ধ্যাত্ব দেখা দেয়।
ইয়াবা সেবনে আরও যা হয়ঃ
মস্তিষ্কের রক্তক্ষরণ হয়।
লিভার ও কিডনি নষ্ট হয়।
উচ্চ রক্তচাপ বৃদ্ধি পায়।
হার্ট এ্যাটাক হয়।
কলহ প্রবণতা বেড়ে যায়।
আগ্রাসী ও আক্রমণাত্মক মনোভাব হয়।
আরও শিহরিত হবে জেনে
যা ক্ষতি করে ধূমপানেঃ
মুখে ঘা ও ক্যান্সার হয়।
ফুসফুসে ক্যান্সার হয়।
হঠাৎ হার্ট এ্যাটাক হয়;
এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
এছাড়াও নেশাগ্রস্তের কারণেঃ
পারিবারিক অশান্তি সৃষ্টি হয়।
পরকীয়া ও বহুবিবাহ বৃদ্ধি পায়।
স্বামী- স্ত্রী কলহ ও তালাক প্রথার প্রসার হয়।
সামাজিক আত্মমর্যদার অবমূল্যায়ন হয়।
তাই সকল নেশা করতে হবে পরিত্যাগ।
সুস্থ ও সুন্দর জীবন পাবে ফিডব্যাগ।
সুস্থ ও সুন্দর জীবন গড়তে তাই---
সকল প্রকার নেশামুক্ত জীবন চাই।
মাদকমুক্ত সমাজ গঠনেঃ
প্রচার প্রচারণা করতে হবে জনে জনে।
জানতে হবে
মানতে হবে
মাদকের ক্ষতিকর নানান দিক।
সমাজটা তবেই হবে
সুস্থ, সুন্দর ও নৈরাজ্যমুক্ত ঠিক।
সমাপ্ত।।
রচনাকালঃ ৩০ মার্চ ২০২২ইং
বিশেষ দ্রষ্টব্য : কপিরাইট সংরক্ষিত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন